দেশের শিক্ষা ও গবেষণা উন্নয়নে বিশেষ অবদানের জন্য ‘বিশ্ব শিক্ষক দিবস এ্যাওয়ার্ড-২০১৫’ অর্জন উপলক্ষ্যে ‘ধরিত্রী বাংলাদেশ’ কর্তৃক আজ ৩১ অক্টোবর ২০১৫ শনিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে।
অধ্যাপক ড. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা সিএসসি, আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ডালিম চন্দ্র বর্মন, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূর মো. তালুকদার, সংস্কৃতিজন ও এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা নওয়াজীশ আলী খান, পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এবং বিএনএস গ্রæপ অব কোম্পানিজ এর চেয়াম্যান এম এন এইচ বুলু।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনার পর প্রদীপ প্রজ্জলন করা হয় ও অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তারপর সঙ্গীত আবহে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিককে ধরিত্রী বাংলাদেশ ও বিভিন্ন নাগরিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে দেন, সংবর্ধনা স্মারক ও মেডেল তুলে দেন অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে এ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষ্যে ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়কে সুশৃঙ্খল, শান্ত ও সৌহার্দের সাথে তাঁর সঠিক নেতৃত্বের মাধ্যমে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য গুণীজন তাঁকে অভিনন্দন জানান। সকলে আশাবাদ ব্যক্ত করেন এই বলে যে, তাঁরই নেতৃত্বে শিক্ষা, সংস্কৃতির উন্নয়ন এবং অগ্রগতিতে বাংলাদেশকে জ্ঞানভিত্তিক সমাজের উচ্চ আসনে নিয়ে যাবে।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
-----------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
‘বিশ্ব শিক্ষক দিবস এ্যাওয়ার্ড-২০১৫’ অর্জন উপলক্ষ্যে ‘ধরিত্রী বাংলাদেশ’ কর্তৃক আজ ৩১ অক্টোবর ২০১৫ শনিবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিককে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। ছবিতে উপাচার্যকে অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড. আমিনুল ইসলাম কর্তৃক সংবর্ধনা স্মারক তুলে দিতে দেখা যাচ্ছে।