ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপী ইউনিট-এর যৌথ উদ্যোগে “মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ: আমাদের করণীয়” শীর্ষক এক সেমিনার আজ ২৭ অক্টোবর ২০১৫ মঙ্গলবার বিজনেস স্টাডিজ অনুষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. এম এ হামিদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যাশনাল প্রফেশনাল অফিসার ডা. মো: মোস্তফা জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এম আনিসুর রহমান। স্বাগত বক্তব্য দেন ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি সেবার মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য চিকিৎসকদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, ¯েœহ, মমতা, ভালবাসা ও আন্তরিকতা দিয়ে মানসিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে হবে। তিনি জানান, মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে জেলা পর্যায়ের সকল মেডিকেল কলেজে শিগ্গিরই ‘চিকিৎসা মনোবিজ্ঞানী’র পদ সৃষ্টি করা হবে। দেশের বেসরকারী মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ চালু ও চিকিৎসা মনোবিজ্ঞানীর পদ সৃষ্টির জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহŸান জানান।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানসিক অসুস্থতাকে পারিবারিক কলহ, হত্যা, আত্মহত্যা, বিষণœতাসহ সকল সামাজিক অপকর্মের কারণ হিসাবে উল্লেখ করেন। তিনি বলেন, সুস্থ জাতি গঠনের লক্ষ্যে জনগনকে মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে এবং স্ব স্ব অবস্থান থেকে কাজ করতে হবে। মানসিকভাবে সুস্থ থাকার কৌশল রপ্ত করার জন্য তিনি তরুণ প্রজন্মের প্রতি আহŸান জানিয়ে বলেন, সঠিক শিক্ষা গ্রহণের মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ক চিন্তা-ভাবনার পরিবর্তন ঘটাতে হবে।
----------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
সহকারী পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
A day-long seminar on “Dignity in Mental Health” jointly organized by the Department of Clinical Psychology of DU, Bangladesh Clinical Psychology Society and Nasirullah Psychotherapy Unit was held today October 27, 2015 at the Business Studies Faculty conference hall of the University. Dhaka University Vice-Chancellor Prof. Dr. AAMS Arefin Siddique presided over the function while Health and Family Welfare Minister Mohammad Nasim MP addressed it as chief guest. (Picture: DU PR Office)