“আঠারোতে নাগরিক, আঠারোতে রক্তদান; আঠারোতে বাঁধন, রক্তদানে বাঁচবে প্রাণ” প্রতিপাদ্য নিয়ে গতকাল ২৪ অক্টোবর ২০১৫ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ‘বাঁধন’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপাচার্য বাধঁন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপদেষ্টা, কর্মী, রক্তদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। তিনি বাঁধন’র কর্মীবৃন্দকে তাদের কর্মকান্ডকে আরও গতিশীল করার এবং সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেয়ার আহŸান জানান।
উদ্বোধন শেষে ১৯তম বছরে পদার্পণ উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় ‘বাঁধনে’র কর্মীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, রক্তদাতাবৃন্দ ও শুভানুধ্যায়ীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলে একটি বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় কর্মসূচীর মাধ্যমে ‘বাঁধন’ সংগঠনটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়। ‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন’ এই ¯েøাগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করার লক্ষ্যে সংগঠনটি দেশের ¯œাতক ও ¯œাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কাজ করে যাচ্ছে। বর্তমনে দেশের মোট ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বাঁধনের কার্যক্রম চলমান রয়েছে যা ৭টি জোনভুক্ত ও স্বতন্ত্র ইউনিটসহ মোট ৯৫টি ইউনিট ও ১২টি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। বাঁধন ২০১৪ সাল পর্যন্ত প্রায় ৫ লক্ষ ১৭ হাজার ইউনিট রক্ত বিনামূল্যে সরবরাহ করেছে এবং প্রায় ৯ লক্ষ ৩০ হাজার মানুসকে বিনামূল্যে রক্তের গ্রæপ জানিয়ে দিয়েছে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
গতকাল ২৪ অক্টোবর ২০১৫ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ‘বাঁধন’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
গতকাল ২৪ অক্টোবর ২০১৫ শনিবার ‘বাঁধন’-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তন প্রাঙ্গণ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। (ছবি : ঢাবি জনসংযোগ)