ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-গ্রন্থাগারিক জনাব মো. জহুরুল হক আজ ২৬ অক্টোবর ২০১৫ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল¬াহি ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।
জনাব মো. জহুরুল হক -এর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবাণীতে উপাচার্য বলেন, মো. জহুরুল হক বিশ্ববিদ্যালয়ের একজন নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে শিক্ষক, ছাত্র ও কর্মকর্তাদের বিশেষ সহায়তা প্রদান করে আসছিলেন। উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মো. জহুরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ সালে চাকুরীতে যোগদান করেন, বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটি ভোগ করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিশ্ববিদ্যালয়ের মসজিদুল জামিয়ায় জোহর নামাযের পর তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় আসর নামায শেষে দ্বিতীয় জানাজার পর আজিমপুর গোরস্থানে দাফন করা হবে।
----------------
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়