ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইনস্টিটিউটের উদ্যোগে ‘সাসটেইনেবল গ্রিন বিজনেস’ শীর্ষক এক সেমিনার ০৪ মার্চ ২০২৩ শনিবার ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘বাংলাদেশ সাসটেইনেবল এনার্জি উইক’ উদ্যাপন উপলক্ষ্যে এই সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মুনীরা সুলতানা, এনডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আব্দুল মোমেন, ইডকল বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর এন্ড সিইও আলমগীর মোর্শেদ, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ এবং সাসটেইনেবল এনার্জি উইক-এর কো-অর্ডিনেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয় এনার্জি ইনস্টিটিউটের পরিচালক ড. এস এম নাসিফ শামস্ বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বিকল্প পদ্ধতি উদ্ভাবন ও ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এক্ষেত্রে শিক্ষক, গবেষক ও বিদ্যুৎ খাতের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি বলেন, এনার্জি উৎপাদনের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণের বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, সৌরশক্তি ও বর্জ্যরে ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব এনার্জি উৎপাদন করতে হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়