ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলে আজ ১ নভেম্বর ২০২৪ শুক্রবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হল প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
পরে হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. এম আনোয়ার হোসেন, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ এবং হলের আবাসিক শিক্ষক ও পরিবেশ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে বলেন, এক্ষেত্রে তরুণ প্রজন্মকে আরও বেশি করে সক্রিয় হতে হবে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি ও সেচ্ছাসেবী কার্যক্রম আরও জোরদার করতে হবে।
০১/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলে আজ ১ নভেম্বর ২০২৪ শুক্রবার এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান হল প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)