ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘দশম মুহম্মদ শহীদুল্লাহ্ স্মারক বিতর্ক উৎসব’ গতকাল ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সন্ধ্যায় শেষ হয়েছে।
কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন এবং মিল্লাত ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং সুফিয়া কামাল ডিবেটিং ক্লাব রানার্স আপ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন।
গতকাল ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় হল মিলনায়তনে শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের সভাপতি মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মো. আজম প্রধান আলোচক এবং হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন, শহীদুল্লাহ হল ডিবেটিং ক্লাবের মডারেটর ড. মো. এনামুল হক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি অর্পিতা গোলদার ও সাধারণ সম্পাদক আদনান মুস্তারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২৫/০২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়