ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ ০৮ মার্চ ২০২৫ শনিবার পোশাক সংক্রান্ত বিষয়ে অপ্রীতিকর ঘটনায় সংশ্লিষ্ট ছাত্রীকে দেখতে যান। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে দেখা করে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তার শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি ওই ছাত্রীতে আশ্বস্ত করেন।
উল্লেখ্য, অভিযুক্ত কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবকে ইতোমধ্যে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
০৮/০৩/২০২৫
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়