ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটে আজ ১৩ মার্চ ২০২৫ বৃহস্পতিবার ‘ LLMS in Industry and Academia Current Trend ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ইনস্টিটিউট প্রাঙ্গণে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইনস্টিটিউটের অধ্যাপক ড. কাজী মুহাইমিন-আস-সাকিবের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, অধ্যাপক ড, জেরিনা বেগম এবং আইসিএসইটিইপি প্রজেক্ট ডিরেক্টর ড. মুহাম্মদ আমিনুল হক আকন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ইনস্টিটিউটের ডিসট্রিবিউটেড সিস্টেমস এন্ড সফটওয়ার ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রুপ এই কর্মশালার আয়োজন করে। এতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ দফতর)
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়