‘আয়কর তথ্য-সেবা মাস-২০২৪’ উপলক্ষ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য সহায়তা, ই-টিআইএন ও আয়কর বিষয়ক অন্যান্য সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের যৌথ উদ্যোগে আগামী ১৮ নভেম্বর সোমবার ও ১৯ নভেম্বর মঙ্গলবার ২০২৪ দু’দিনব্যাপী আয়কর মেলার নিমিত্তে বুথ স্থাপন করা হচ্ছে। আগামী ১৮ নভেম্বর ২০২৪ সোমবার সকাল ৯.৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোঃ আবদুর রহমান খান এফসিএমএ এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ৯.০০টা থেকে বিকাল ৫.০০টা পর্যন্ত আয়কর রিটার্ন দাখিলের জন্য সহায়তা, ই-টিআইএন ও আয়কর বিষয়ক অন্যান্য সেবা ও তথ্য পাবেন। এই বুথে অনলাইনের পাশাপাশি পূর্বের ন্যায় ম্যানুয়াল পদ্ধতিতেও আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
১১৪-১১-২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়