ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রয়াত মেধাবী শিক্ষার্থী আহসান খান (ডাক নাম: আইয়ুব খান)-এর রুহের মাগফেরাত কামনায় গত ৮ জুলাই ২০২৫ মঙ্গলবার বাদ এশা শেখ মুজিবুর রহমান হল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া, গতকাল ৯ জুলাই ২০২৫ বুধবার বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় এউপলক্ষ্যে দোয়া ও মোনাজাত করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীগণ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
গত ৯ জুলাই ‘দাওয়াহ ও ইসলামি কালচারাল ক্লাব’-এর উদ্যোগে শেখ মুজিবুর রহমান হল মসজিদে খতমে কুরআন-এর আয়োজন করা হয়।
উল্লেখ্য, আহসান খান (ডাক নাম: আইয়ুব খান) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই ২০২৫ সোমবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহীদ স্মৃতি ভবনের ৯০০৩ নং কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।
১০/০৭/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়