ঢাকা বিশ্ববিদ্যালয় এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি)-এর নবীন ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ২৩ নভেম্বর ২০২৪ শনিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ডিইউইডিসি-এর সভাপতি রওনক তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং ক্লাবের মডারেটর অধ্যাপক ড. রাফিউদ্দীন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। ক্লাবের সাধারণ সম্পাদক জাহেদ হোসেন অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এন্টারপ্রিনিউরশিপের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, সরকারি বাজেটের উপর নির্ভর করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। আমাদের সীমাবদ্ধতাগুলো অতিক্রম করার লক্ষ্যে সকল অংশীজনকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে এন্টারপ্রিনিউরশিপ বিকল্প পথ হতে পারে। এটি একটি বাস্তব ও তাত্ত্বিক পদ্ধতি, যার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সংকট নিরসন করা সম্ভব। তিনি বলেন, মানুষের মধ্যে আন্তঃসম্পর্ক উন্নয়ন ও সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। নতুন নতুন উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট ক্লাব কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, গেম শো, সাবেক সদস্যদের অভিজ্ঞতা বিনিময় ও নতুন কর্মপরিকল্পনা উপস্থাপনসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রায় ৫শ’ নতুন সদস্যকে বরণ করে নেয়া হয়। এছাড়া, বিগত সময়ে সফলভাবে দায়িত্বপালন করায় ক্লাবের ১৯জন বিদায়ী সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।
২৪/১১/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়