চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’ ৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্পের কাজ শিগগিরই শুরু হবে। এ লক্ষ্যে চীনা কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে গত ৩০ এপ্রিল নির্ধারিত ছকে তথ্য প্রেরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়। এপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ৬ মে চীনা কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী তথ্যগুলো সরবরাহ করে। তথ্যগুলো যাচাই করে শিগগিরই হল নির্মাণের কাজ শুরু করবে চীনা কর্তৃপক্ষ। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫শ’ ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।
গত ১১ মার্চ প্রকল্পটি পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ কর্তৃক অনুমোদন করা হয়। একই সঙ্গে প্রকল্পটি ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি)তে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আবাসন সংকট নিরসনসহ তিনটি গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প শিগগিরই বাস্তবায়নের জন্য উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কয়েক দফায় পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া, উপাচার্য এসব প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ড. কাইয়ুম আরা বেগমের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রস্তাবিত প্রকল্পসমূহ এডিপিভুক্ত করণসহ প্রকল্প অনুমোদন প্রক্রিয়ার বিভিন্নধাপে পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভাগুলোতে নিয়মিত অংশগ্রহণ করছেন। প্রকল্প অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে তিনি প্রত্যক্ষভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা অফিসকে নিয়মিত দিকনির্দেশনা দিচ্ছেন।
উল্লেখ্য, ২ হাজার ৮শ’ ৪১ কোটি ৮৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য আরও ৪টি হল, ছাত্রদের জন্য ৫টি হলসহ বিভিন্ন ভবন নির্মাণ করা হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৩ হাজার ছাত্রী ও ৫ হাজার ১শ’ ছাত্রের আবাসনের ব্যবস্থা হবে।
একই সঙ্গে ১শ’ ৫১ কোটি ৫৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহের সংস্কার, সংরক্ষণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় অতি পুরাতন জরাজীর্ণ ১শ’ ৬৮টি ভবনের সংস্কার করা হবে।
০৮/০৫/২৫
ফররুখ মাহমুদ
উপ পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়