ঢাকা বিশ্ববিদ্যালয় অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের উদ্যোগে ‘Fundamentals of Research Methodology-02’ শীর্ষক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ ৮ মে ২০২৫ বৃহস্পতিবার শেষ হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিজনেস স্টাডিজ অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, অর্গ্যানাইজেশন স্ট্র্যাটেজি এন্ড লিডারশীপ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শরীয়ত উল্লাহ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের যুগ্মসচিব ড. সাদিয়া শারমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থী ও গবেষকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভিন্ন অংশীজনের সঙ্গে এ ধরনের যৌথ সহযোগিতামূলক কর্মসূচি আয়োজনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
এই প্রশিক্ষণ কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসহ অন্যান্য প্রতিষ্ঠানের ৩৮জন শিক্ষার্থী ও গবেষক অংশ নেন।
০৮/০৫/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়