এমএফএ (মাস্টার্স অব ফাইন আর্ট) প্রোগ্রাম : প্রাচ্যদেশীয় শিল্পরীতি সম্পর্কে গবেষণাধর্মী মনোভঙ্গি সৃষ্টির মাধ্যমে ২ (দুই) বছরের যে প্রোগ্রামটি প্রাচ্যকলা বিভাগে পরিচালিত হয়, তাই এমএফএ প্রোগ্রাম। এমএফএ প্রোগ্রামে অভিসন্দর্ভ করার সুযোগ রয়েছে। বিএফএ প্রোগ্রামে তত্ত্বীয় পরীক্ষার নম্বরের ভিত্তিতে এই গবেষণা কোর্সটি নেয়ার সুযোগ বিভাগ দিয়ে থাকে। এমএফএ প্রোগ্রাম প্রথম ও দ্বিতীয় দুটি পর্বে বিভক্ত। এই দুই বছরে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় প্রাচ্যশিল্পের বিভিন্ন মাধ্যম, শিল্পভাষা, শিল্পরূপ নিয়ে পর্যালোচনা ও গবেষণায়। ইতিহাসের প্রতি সমালোচনামূলক ও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি রেখে ও উচ্চমানসম্পন্ন শিল্প-ইতিহাসের পাশাপাশি নিম্ম মানসম্পন্ন শিল্পের প্রতি জোর দেয়া হয়। সমসাময়িক বিভিন্ন মাধ্যমেও কীভাবে প্রাচীন শিল্পভাষাকে বিনির্মাণ করা যায়, সেই সম্ভাবনাগুলো আবিষ্কারে উদ্ধুদ্ধ করতে এই প্রোগ্রামটির অঙ্কন ও নির্মাণ এবং তত্ত্বীয় কোর্সগুলো পরিকল্পিত। পাশাপাশি গবেষণাধর্মী প্রবন্ধ রচনার মাধ্যমে নিজস্ব বিশ্লেষণ ও যুক্তি উপস্থাপনের জন্য রয়েছে অভিসন্দর্ভ কোর্স। সার্বিকভাবে শিক্ষার্থীদের পরীক্ষা-নিরীক্ষায় এবং ঐতিহাসিক ও সাম্প্রতিক শিল্প জগতের পরিপ্রেক্ষিতে নিজস্ব সংস্কৃতির প্রাসঙ্গিকতা পর্যালোচনা ও বিশ্লেষণ দ্বারা শিল্পকর্ম নির্মাণে উৎসাহী করে তোলে এমএফএ প্রোগ্রাম।
দর্শন : প্রাচ্যদেশীয় শিল্পের ওপর গুরুত্ব দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সৃষ্টিশীল কর্মপ্রচেষ্টায় আন্তর্জাতিক মান অর্জন করা।
লক্ষ্য :
১. কার্যকর গবেষণা, পঠন-শিখন ও প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বমানসম্পন্ন শিক্ষা অর্জন।
২. জ্ঞান আহরণ ও নির্মাণের ভিত্তিতে শুধু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদেরই নয়, পুরো জাতি তথা সমগ্র বিশ্বকে
আলোকিত করা, বিশ^মানবতার সেবায় সৃজনশীল ও উদ্দীপনামূলক উদ্যোগ গ্রহণে উদ্দীপ্ত করা।
এমএফএ প্রোগ্রামের উদ্দেশ্য :
১. প্রাচ্যকলার ক্ষেত্রে নিরীক্ষা এবং গবেষণার জন্য প্রস্তুত করে তোলা।
২. প্রাচ্যকলার নিজস্ব অনুষঙ্গ বোঝার জন্য এই প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য একটি যথাসম্ভব পূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে।
৩. একজন শিল্পী কী করে তার নিজস্ব প্রতিবেশকে আপন সত্তায় লালন করে এবং তা প্রকাশ করে, সেই আত্মানুসন্ধানের পথ ও প্রকাশের ভাষা তৈরিতে ভূমিকা রাখবে ।
৪. স্বাধীন সত্তা ও নিজস্ব সাংস্কৃতিক বলয়ের স্বরূপ জানার মাধ্যমে একটি স্বকীয় শিল্পসত্তা নির্মাণ।
৫. অনুশীলন ও নিরীক্ষার মাধ্যমে প্রায়োগিক বা ব্যবহারিক ও ধারণাভিত্তিক চিন্তা-চেতনা গঠনে সহায়তা করা।
৬. নিজস্ব সাংস্কৃতিক প্রাসঙ্গিকতায় শিল্পের স্বাধীন, সৃষ্টিশীল, মানবিক ও সামাজিক তাৎপর্য বুঝার সক্ষমতা অর্জন করা।
৭. সর্বোপরি একজন মানবিক বিবেচনাবোধ সম্পন্ন সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলা।
এমএফএ প্রোগ্রামের শিখন ফল :
১. প্রাচ্য ও পাশ্চাত্য সম্পর্কে উত্তর ঔপনিবেশিক ধারণা পুনর্মূল্যায়নে আগ্রহী হবে।
২. স্থানিক শিল্প সম্পর্কে বিশ্লেষণী ক্ষমতা ও আগ্রহ তৈরি।
৩. স্থানিক বা দেশজ শিল্পের বৈশিষ্ট্যগুলো আয়ত্ত করে তা নিয়ে সমসাময়িক শিল্পের ভাষায় পরীক্ষানিরীক্ষায় আগ্রহী হবে।
৪. নন্দনতাত্ত্বিক সংকট বিশ্লেষণের মাধ্যমে স্থানিক শিল্পের সম্ভাবনাগুলো আবিষ্কার করতে সক্ষম হবে।
৫. প্রায়োগিক ও ধারণাভিত্তিক চিন্তা-চেতনা সমৃদ্ধ হবে।
৬. নিজ নিজ কর্মক্ষেত্রে অর্থবহ ও তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে আত্মবিশ্বাসী হবে।