বাংলাদেশের গবেষণা-কেন্দ্রিক সাময়িকী "Scientific Bangladesh" ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষ্যে গত ১০০ বছরের ইতিহাসে উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকগণের Scopus indexed জার্নাল সমূহে প্রকাশিত গবেষণা-প্রকাশনাসহ বছর ও বিষয় ভিত্তিক প্রকাশনা, যে সব জার্নালে প্রবন্ধ প্রকাশ করেছেন তার তালিকা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে Collaborations, গবেষণায় অর্থায়নকারী সংস্থাসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে গত ২৮ জানুয়ারি ২০২১ তারিখে একটি পরিসংখ্যানমূলক মূল্যায়নধর্মী প্রবন্ধ প্রকাশ করেছে। উক্ত পরিসংখ্যানে সার্বিক বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৫ (পনেরো) জন শিক্ষককে শীর্ষস্থানীয় গবেষক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এতে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুর রশীদ (RASHID, M.A.) সে সময় ২১৯টি গবেষণা প্রকাশনা নিয়ে তালিকায় প্রথম স্থান এবং একই বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান (HASAN, C.M.) ১২৬টি গবেষণা প্রকাশনা নিয়ে ৪র্থ স্থান লাভ করেন (লিংক: https://scientificbangladesh.com/100-years-publications-of-university-of-dhaka-in-scopus-database/)। উল্লেখ্য যে, বর্তমানে অধ্যাপক ড. মো. আবদুর রশীদের প্রকাশনা সংখ্যা ৫৭৫ এবং Scopus indexed জার্নালে প্রকাশিত প্রবন্ধ সংখ্যা ২৯৮ ।