বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনষ্টিটিউড ফর পিস এন্ড লিবার্টি এবং উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARASS)-র যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক সিরিজ বক্তৃতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান গত ২৮ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অফিস সংলগ্ন ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’-র আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনষ্টিটিউড ফর পিস এন্ড লিবার্টি-র পরিচালক ও ইউজিসি প্রফেসর ড. ফকরুল আলম। ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’র উদ্বোধনী বক্তা মুজিব জন্মশতবর্ষ জাতীয় উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক সচিব ড. কামাল আবদুল নাসের চৌধু্রী। এবারের বক্তৃতার বিষয়, ‘Mujib Borsha and new directions for research on Bangabandhu Sheikh Mujibur Rahman’. অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষন অনলাইনে প্রদান করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য প্রদান করেন উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARASS)-র পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছির।