বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনষ্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL) এবং উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARASS)-র যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক সিরিজ বক্তৃতা কার্যক্রমের দ্বিতীয় অনুষ্ঠান ২৬ জানুয়ারি ২০২১ তারিখ মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। উচ্চতর মানবিক ও সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র (CARASS)-র পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছিরের সূচনা বক্তব্য প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো- উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। উক্ত অনুষ্ঠানে যুগ্মভাবে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন এবং অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেম হোসেন। প্রবন্ধের বিষয়: 'Disaster Risk Governance in Bangladesh: Contributions of Bangabandhu Sheikh Mujibur Rahman' অনুষ্ঠানে প্রবন্ধের উপর আলোচনা করেন ঢাকা স্কুল অফ ইকোনোমিক্স এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমেদ। উক্ত অনুষ্ঠানের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনষ্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-র পরিচালক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলমের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে পুরো আয়োজনটি শেষ হয়। ধন্যবাদ।