অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (CGS)-এর পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ । ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’য় বঙ্গ থেকে ‘বাংলাদেশ’ ও ‘বঙ্গবন্ধু’ :পরিচয়, নির্মাণ ও বিনির্মাণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আকসাদুল আলম। প্রবন্ধের ওপর আলোচনা করবেন কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটির হিস্ট্রি অ্যান্ড ক্লাসিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুভ বসু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-এর পরিচালক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম। স্বাগত বক্তব্য রাখবেন সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছির।