বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (ইঝগজওচখ)এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ঈঅজঅঝঝ)-এর যৌথ আয়োজনে “বঙ্গবন্ধু বক্তৃতামালা” শীর্ষক সিরিজ বক্তৃতা কার্যক্রমের ৮ম অনুষ্ঠান আগামী ২০ ডিসেম্বর ২০২১ তারিখ, সোমবার, বিকাল ৩.০০টায় ঢাকা বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন-র মহাপরিচালক, ড. মো: মুশফিকুর রহমান। ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’য় ‘বঙ্গবন্ধুর ধর্মীয় ও আন্তঃধর্মীয় চেতনা’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ^বিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ বাহাউদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (ইঝগজওচখ)-র পরিচালক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম। স্বাগত বক্তব্য রাখবেন সেন্টার ফর অ্যাডভান্সডরিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ঈঅজঅঝঝ)-র পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছির।