বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL) এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর যৌথ আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক ধারাবাহিক কার্যক্রমের দ্বাদশ অনুষ্ঠান ১৬ মার্চ, ২০২২, বুধবার, সন্ধ্যা ০৭.০০ টায় অনলাইন প্লাটফর্ম জুম মিটিং অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’য় Uncompromising Politician, Pragmatic Statesman বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক ও গবেষক সৈয়দ বদরুল আহসান। উক্ত প্রবন্ধের ওপর আলোচনা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ।
অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-এর পরিচালক ও ইউজিসি অধ্যাপক ড. ফকরুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS)-এর পরিচালক অধ্যাপক ড. আবদুল বাছির।