বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL)-র আয়োজনে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’ শীর্ষক ধারাবাহিক বক্তৃতা কার্যক্রমের পঞ্চদশ অনুষ্ঠান গত ১৯ অক্টোবর ২০২২, বুধবার, বিকাল ৪.০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আর.সি. মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
‘বঙ্গবন্ধু বক্তৃতামালা’য় ‘অসমাপ্ত আত্মজীবনী এবং ইতিহাসের পুনর্পাঠ ’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন স্বনামধন্য গবেষক, প্রকাশক ও একুশে পদকপ্রাপ্ত লেখক মফিদুল হক। পঠিত প্রবন্ধের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ‘শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে’র সম্পাদক ড. শরীফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.আবদুল বাছির।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি (BSMRIPL-র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সংখ্যাতিরিক্ত অধ্যাপক ড. ফকরুল আলম।