ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ থেকে সম্প্রতি দুইজন গবেষক পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেছেন। ২৬ জুলাই ২০২২ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাঁদের ডিগ্রি প্রদান করা হয়। ভাস্কর্য বিভাগ থেকে পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন- নাসিমা হক মিতু ও মাসুদা খাতুন জুঁই। উভয়ের তত্ত্বাবধায়ক ছিলেন ভাস্কর্য বিভাগের অধ্যাপক লালা রুখ সেলিম।
নাসিমা হক মিতুর গবেষণার শিরোনাম- বাংলাদেশের ভাস্কর্যের স্বরূপ বিশ্লেষণ। এই গবেষণায় তিনি বাংলাদেশের ভাস্কর্যের বৈশিষ্ট্যকে চিহ্নিত করার ও এর সম্ভাব্য কারণগুলিকে বিশ্লেষণ করার প্রয়াস করেন। তাঁর গবেষণায় ঐতিহাসিক ঘটনাক্রমে বিশেষ করে আধুনিক ও উত্তর-আধুনিক শিল্প ধারণার অভিযোজন, বিশ্বায়নের অভিঘাত এ দেশের আর্থ-সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে ভাস্কর্য কী ধরণের বৈশিষ্ট্য ধারণ করে তা বিশ্লেষণ করা হয়।
মাসুদা খাতুন জুঁইয়ের গবেষণার শিরোনাম- বাংলাদেশের আধুনিক চিত্রকলা: চল্লিশ থেকে ষাটের দশক। এ দেশের আধুনিক উপনিবেশ বিরোধী ভাবনা, পশ্চিম পাকিস্তানের উপনিবেশিকতার বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে ধর্ম নির্বিশেষে বাঙালি আত্মপরিচয় নির্মাণের প্রভাবে পড়ে এ দেশের শিল্প চর্চায়। যা প্রত্যক্ষ করা যায় এ দেশের প্রথম ও দ্বিতীয় প্রজন্মের শিল্পীদের শিল্পচর্চায়। এভাবে বাংলাদেশের নিজস্ব আধুনিক চিত্রভাষা নির্মাণ হয়েছে। তিনি তাঁর গবেষণায় এই বিষয়টিকে বিশ্লেষণ করার প্রয়াস করেন।