ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে গত ২০ জুলাই ২০২৩ তারিখ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম প্রফেসর ইমেরিটাস হিসেবে যোগদান করেন। এর আগে ১৬ জুলাই ২০২৩ তারিখে ঢাকা বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে ভূগোল ও পরিবেশ বিভাগে প্রফেসর ইমেরিটাস পদে নিয়োগ প্রদান করে। গত ২০ জুলাই ২০২৩ তারিখ সকাল ১১ টায় অধ্যাপক নজরুল ইসলামের বিভাগে যোগদানের সময় ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকমন্ডলী সদ্য নিয়োগপ্রাপ্ত স্যারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন এবং অভিনন্দন জানান। তিনি ১৯৬৩ সালে প্রভাষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে যোগদান করেন। তিনি একই বিভাগ হতে ১৯৬১ সালে অর্নাস এবং ১৯৬২ সালে মার্স্টাস ডিগ্রী লাভ করেন। তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ সাল র্পযন্ত ভূগোল বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবষেনা ও প্রশাসনকি কাজেও অনেক অবদান রাখেন। তিনি ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার অনবদ্য কাজের স্বীকৃতি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে প্রফসের ইমেরিটাস হিসেবে নিয়োগ প্রদান করেন।