‘শতবর্ষের পথে’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই-এর ৪র্থ পুনর্মিলনী আজ ২৩ নভেম্বর ২০১৯ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে টিএসসি চত্বর নবীন-প্রবীণের মিলনমেলায় পরিণত হয়। দিনভর আলোচনা, আড্ডা, স্মৃতিচারণ ও কোলাহলে মেতে থাকেন সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই কার্যকর পরিষদের সভাপতি জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পরিষদের সহ-সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ভীষ্মদেব চৌধুরীসহ দেশের বরেণ্য শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বাংলা বিভাগসহ মোট ১২টি বিভাগ নিয়ে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিভাগের একজন কৃতী অ্যালামনাই। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, ড. মুহম্মদ শহীদুল্লাহ্, ড. এম আনিসুজ্জামান, ড. রফিকুল ইসলামসহ অসংখ্য গুণী ব্যক্তিত্বের বিকাশ ঘটেছে এই বিভাগে। বাংলা বিভাগের কৃতী শিক্ষার্থীগণ নানা ক্ষেত্রে দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে চলেছেন। বাংলা বিভাগকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধের বাতিঘর হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এই মূল্যবোধকে উপজীব্য করেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে ১৯৬৩ ও ১৯৬৪ সালের বাংলায় এম.এ ডিগ্রিপ্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।
----------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
‘শতবর্ষের পথে’ স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাই-এর ৪র্থ পুনর্মিলনী আজ ২৩ নভেম্বর ২০১৯ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাবি-এ শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি12/12/2019 Read more... |
অধ্যাপক ড. মো. মজিবুর রহমানকে ঢাবি এস এম হলের প্রাধ্যক্ষ নিয়োগ11/12/2019 Read more... |
DU VC condoles death of Prof. Dr. Ajoy Roy10/12/2019 Read more... |
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান10/12/2019 Read more... |
ঢাবি-এ ডাকসু’র উদ্যোগে বইমেলা শুরু10/12/2019 Read more... |
Renowned mathematicians of different countries meet DU VC08/12/2019 Read more... |
ঢাবি ৫২তম সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত08/12/2019 Read more... |