‘কালে-কালান্তরে-মাটি-মানুষে-সমৃদ্ধ’ স্লোগান নিয়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতিভিত্তিক সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর উদ্যোগে আজ ১ ডিসেম্বর ২০১৯ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্ত্বরে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।
পদক্ষেপ বাংলাদেশ-এর সভাপতি বাদল চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জান্নাতুল নিসা।
অনুষ্ঠানে দলীয় সঙ্গীত-নৃত্য-আবৃত্তি, একক সঙ্গীত-আবৃত্তি, চরমপত্র ও নাটক পরিবেশন করা হয়।
-----------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
‘কালে-কালান্তরে-মাটি-মানুষে-সমৃদ্ধ’ স্লোগান নিয়ে শিল্প-সাহিত্য-সংস্কৃতিভিত্তিক সংগঠন ‘পদক্ষেপ বাংলাদেশ’-এর উদ্যোগে আজ ১ ডিসেম্বর ২০১৯ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় হাকিম চত্ত্বরে ‘বিজয় মাসের প্রথম প্রভাত’ শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। (ছবি : ঢাবি জনসংযোগ)
ঢাবি-এ শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি12/12/2019 Read more... |
অধ্যাপক ড. মো. মজিবুর রহমানকে ঢাবি এস এম হলের প্রাধ্যক্ষ নিয়োগ11/12/2019 Read more... |
DU VC condoles death of Prof. Dr. Ajoy Roy10/12/2019 Read more... |
জাপানের সুমিতমো কর্পোরেশন বৃত্তির জন্য ঢাবি শিক্ষার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান10/12/2019 Read more... |
ঢাবি-এ ডাকসু’র উদ্যোগে বইমেলা শুরু10/12/2019 Read more... |
Renowned mathematicians of different countries meet DU VC08/12/2019 Read more... |
ঢাবি ৫২তম সমাবর্তনের মহড়া অনুষ্ঠিত08/12/2019 Read more... |