বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ-এর মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ ২৪ ফেব্রুয়ারি ২০২১ বুধবার এক শোকবাণীতে উপাচার্য বলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন দেশের একজন খ্যাতিমান অর্থনীতিবিদ ও ব্যাংকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী এই অ্যালামনাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, পূবালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় কচি-কাঁচার মেলাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন। ব্যাংকিং সেক্টরসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনবদ্য অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে উপাচার্য উল্লেখ করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের শোক-সন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, খোন্দকার ইব্রাহিম খালেদ আজ ২৪ ফেব্রæয়ারি ২০২১ বুধবার সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
--------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা নববর্ষ উপলক্ষে এবার ঢাবি ক্যাম্পাসে কোন মঙ্গল শোভাযাত্রা হবে না12/04/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাংলা নববর্ষের শুভেচ্ছা12/04/2021 Read more... |
ঢাবি-এ দু’দিনব্যাপী গণিত সম্মেলন শুরু11/04/2021 Read more... |
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/04/2021 Read more... |
সিন্ডিকেট সভা অনুষ্ঠিত; ঢাবি-এ ‘গ্র্যাজুয়েট প্রমোশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণ09/04/2021 Read more... |
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেক-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ09/04/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ08/04/2021 Read more... |