ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল চত্বরে শহীদদের স্মরণে নির্মিত ‘স্মৃতি ফলক’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০১ মার্চ ২০২১, সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফলক উদ্বোধন করেন। পরে তিনি শহীদদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভ‚ইয়া, রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিনাত হুদাসহ হলের আবাসিক শিক্ষক ও শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ঢাকা বিশ^বিদ্যালয়, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে বিভিন্ন আবাসিক হলে গণহত্যা চালায়। তাদের নৃশংসতা থেকে শিশুরাও রেহাই পায়নি। এসব শহীদের আত্ম-ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। উপাচার্য বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। মহান মুজিববর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে এটি এক অনন্য অর্জন। এই অসাধারণ অর্জনের জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
----------------------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
ক্যাপশন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ০১ মার্চ ২০২১, সোমবার রোকেয়া হল চত্বরে শহীদদের স্মরণে নির্মিত ‘স্মৃতি ফলক’ উদ্বোধন করেন। পরে তিনি শহীদদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
বাংলা নববর্ষ উপলক্ষে এবার ঢাবি ক্যাম্পাসে কোন মঙ্গল শোভাযাত্রা হবে না12/04/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাংলা নববর্ষের শুভেচ্ছা12/04/2021 Read more... |
ঢাবি-এ দু’দিনব্যাপী গণিত সম্মেলন শুরু11/04/2021 Read more... |
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/04/2021 Read more... |
সিন্ডিকেট সভা অনুষ্ঠিত; ঢাবি-এ ‘গ্র্যাজুয়েট প্রমোশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণ09/04/2021 Read more... |
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেক-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ09/04/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ08/04/2021 Read more... |