ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল ৭ মার্চ ২০২১ রবিবার ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালন করা হবে। এ উপলক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী আগামীকাল সকাল ৭:৩০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ধানমণ্ডিস্থ বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া, সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের প্রফেসর আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আলোচনা সভায় সভাপতিত্ব করবেন।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন।
---------------------
(মাহমুদ আলম)
পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা নববর্ষ উপলক্ষে এবার ঢাবি ক্যাম্পাসে কোন মঙ্গল শোভাযাত্রা হবে না12/04/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাংলা নববর্ষের শুভেচ্ছা12/04/2021 Read more... |
ঢাবি-এ দু’দিনব্যাপী গণিত সম্মেলন শুরু11/04/2021 Read more... |
রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক প্রকাশ11/04/2021 Read more... |
সিন্ডিকেট সভা অনুষ্ঠিত; ঢাবি-এ ‘গ্র্যাজুয়েট প্রমোশন এন্ড স্কিল ডেভেলপমেন্ট’ কর্মসূচি গ্রহণ09/04/2021 Read more... |
ঢাবি ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবদুল মালেক-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ09/04/2021 Read more... |
ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. গালিব আহসান খান-এর মৃত্যুতে উপাচার্যের শোক প্রকাশ08/04/2021 Read more... |