ঢাকা বিশ্ববিদ্যালয় আবহাওয়া বিজ্ঞান বিভাগে স্থাপিত স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১১ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনের ছাদে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্টেশন উদ্বোধন করেন।
আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তৌহিদা রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ও কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎসব উদযাপনের ক্ষেত্রে এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন একটি বড় ধরনের সংযোজন। শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এই স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ব্যবহারের মাধ্যমে আবহাওয়া, পরিবেশ, জলবায়ু ও বায়ুমণ্ডল বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারবেন। এর মাধ্যমে আবহাওয়া, বায়ুমণ্ডল, কৃষি, মৎস্য এবং সমুদ্র বিজ্ঞান বিষয়ক শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
-----------------------------------
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
উপ-পরিচালক
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়
যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত21/02/2021 Read more... |
ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন উদ্বোধন11/02/2021 Read more... |
ঢাবি’র শতবর্ষ পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন যুগোপযোগী গবেষণা ও দক্ষ মানব সম্পদ তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-- প্রধানমন্ত্রী22/01/2021 Read more... |