গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়েটা লিমিটেড সাথে “Creating Affordable Channel for Delivery of Online Education" বিষয়ক সমঝোতা স্মারক স্মারক্ষ
অনলাইন শিক্ষা আরও সহজলভ্য করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকগণকে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সুবিধা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গ্রামীণফোন লিমিটেড এবং রবি এক্সিয়েটা লিমিটেডের সাথে যথাক্রমে ১২/১১/২০২০ এবং ১৫/১১/২০২০ তারিখে দুইটি পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। উল্লেখ্য যে, ইতিপূর্বে সব কয়টি মোবাইল অপারেটরকে বিনামূল্যে বিডিরেন ডাটা সেন্টারে স্থাপিত “জুম অ্যাপ্লিকেশন” ব্যবহার করে যে সকল ক্লাস পরিচালিত হচ্ছে তা ব্যবহার করার সুযোগ প্রদান করার জন্য অনুরোধ জানানো হলে একমাত্র টেলিটক বাংলাদেশ লিমিটেড সে আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে।
স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী যে সকল বিশ্ববিদ্যালয় গ্রামীণফোন এবং রবি এক্সিয়েটা হতে এই সার্ভিস নিতে আগ্রহী সে সকল বিশ্ববিদ্যালয়কে টেলিটক অপারেটর দুইটির সাথে পৃথক চুক্তি করতে হবে। চুক্তির আওতায় বর্ণিত সাশ্রয়ী প্যাকেজে শুধুমাত্র অনলাইন শিক্ষা বিষয়ক সাইটগুলো যথা: ZOOM/Teams/Skype/Google Meet এই জাতীয় সাইট এক্সেস করা যাবে। এ বিষয়ে বর্ণিত প্যাকেজগুলৈার বিস্তারিত সুবিধাসমূহ সংযুক্তিতে দেখা যেতে পারে।
টেলিটকের ক্ষেত্রে বর্তমানে চালু যে কোন ইন্টারনেট প্যাকেজের মাধ্যমে যে কোন টেলিটক সিম ব্যবহার করে যে কেউ সুবিধাটি নিতে পারছে বিধায় কোন পৃথক চুক্তি করার প্রয়োজন হবে না।
গ্রামীণফোন লিমিটেডের ক্ষেত্রে একটি স্বতন্ত্র সিম ব্যবহার করে এই সুবিধা ভোগ করতে হবে। কাজেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেকে যে সকল ছাত্র এবং শিক্ষক এই সুবিধা ভোগ করতে চায় তাঁদের নাম ও যোগাযোগের ঠিকানা সরবরাহ করতে হবে। গ্রামীণফোন নিজ ব্যবস্থাপনায় এই সকল সিম সরবরাহকৃত তালিকা অনুযায়ী ব্যবহারকারীদের হাতে পৌছে দিবে। এক্ষেত্রে প্রতিটি সিমের মূল্য হবে ১০ (দশ) টাকা মাত্র এবং সিমের মালিকানা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। এক্ষেত্রে প্যাকেজের মূল্য ধার্য হয়েছে ১০ জিবি এবং ৩০ জিবি প্যাকেজের জন্য যথাক্রমে ৯০ টাকা ও ২১০ টাকা এবং প্যাকেজের মেয়াদ হবে ৩০ দিন।
রবি এক্সিয়েটা লিমিটেডের ক্ষেত্রে ছাত্র এবং শিক্ষকগণের এই সুবিধা ভোগের জন্য কোন স্বতন্ত্র সিম প্রয়োজন হবে না। গ্রাহকগণ তাঁদের বর্তমানে ব্যবহৃত সিম অথবা বাজার হতে ক্রয়কৃত নতুন কোন সিম ব্যবহার করে এই সুবিধা নিতে পারবে। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে যে সকল ছাত্র এবং শিক্ষক এই সুবিধা ভোগ করতে চায় তাঁদের নাম ও নম্বরগুলো রবি’কে জানাতে হবে। সেক্ষেত্রে রবি ব্যবহারকারীদের বর্ণিত নম্বরগুলোকে এই প্যাকেজ ব্যবহার করার উপযোগী করে দিবে। এক্ষেত্রে প্যাকেজের মূল্য ধার্য হয়েছে ১৫ জিবি এবং ৩০ জিবি প্যাকেজের জন্য যথাক্রমে ১২০ টাকা ও ২২০ টাকা এবং প্যাকেজের মেয়াদ হবে ৩০ দিন।
মূল বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন...