‘বাংলাদেশের জীবপ্রযুক্তির উন্নয়নে অধ্যাপক ড. আহমদ শামসুল ইসলামের অবদান’ শীর্ষক এক আলোচনা সভা আজ ২৪ আগস্ট ২০২৫ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর প্ল্যান্ট টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি এই অনুষ্ঠান আয়োজন করে। উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাখহরি সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জেবা ইসলাম সেরাজ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা বক্তব্য রাখেন।
২৪/০৮/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়