গত ১৭ মার্চ ২০২৩ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুইজ ক্লাব কর্তৃক আয়োজিত হয়েছিল কুইজ প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আকরাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হল থেকে কয়েকশ' কুইজারের অংশগ্রহনে চারটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর মধ্যে উন্মুক্ত কুইজ ইভেন্টে অপরাধবিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী নাদিয়া তাসমীম পুরষ্কৃত হয়েছেন। পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান বক্তা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সম্মানিত ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম।
নাদিয়া তাসমীমকে বিভাগের পক্ষ থেকে অভিনন্দন।