টিম ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ এর সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ??
বিভাগের প্রথম সাফল্য। আমরাও পারি >> এই সাফল্য নিঃসন্দেহে প্রশংসনীয়। দলের প্রতিটি সদস্যের অদম্য চেষ্টা, ঐক্যবদ্ধ প্রয়াস ও জয়ের প্রতি বিশ্বাস এ জয়ের মূল চাবি । দুর্দান্ত এ জয়ে আমরা সবাই আনন্দিত। আমরা অনেকেই উপস্থিত না থাকলেও আমাদের শতভাগ সমর্থন ঠিকই আপনাদেরকে ঘিরে ছিল। এই ম্যাচ শেষ ম্যাচ নয়। ব্যাটে-বলে আনন্দের বার্তা আসুক আরও। আগামী ম্যাচগুলোতেও এমন আত্মবিশ্বাস ও পারফরম্যান্স ধরে রাখার প্রত্যাশায় রইলাম। এগিয়ে চলুক ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ—গৌরবের আরো উচ্চতায় ??