নারীর অগ্রহতির লক্ষ্যে বৈশ্বিক নারী আন্দোলনের ফলাফল হিসেবে ১৯৯৫ এর ৪র্থ বিশ্ব নারী সম্মেলনে ১৮৯ টি সরকার কর্তৃক গৃহীত হয় বেইজিং ঘোষণাপত্র এবং কর্মপরিকল্পনা। বেইজিং ঘোষণা ও কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগে বেইজিং +৩০: নারীর প্রতি সহিংসতা এবং তরুণ সমাজের ভাবনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় বিভাগের ৩৭ জন শিক্ষার্থী অংশগ্রহণে কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সীমা মোসলেম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির লিগ্যাল এইড সম্পাদক জনাব রেখা সাহা।
কর্মশালায় বেইজিং ঘোষণার ১২টি ইস্যু বাস্তবায়নের অগ্রগতি, বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণে সুপারিশসমূহ কি হতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়।