আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, বৃহস্পতিবার, অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করে। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘For all Women and Girls: Rights, Equality, Empowerment’. উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা `Women & the Economy: Recognized and Unrecognized Work in the Context of Bangladesh` শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বিভাগীয় চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজী’র সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান আলোচনায় অংশ নেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক রোকেয়া চেয়ার (২০২৪-২৬) হিসেবে নিয়োগ পাওয়ায় বিভাগের প্রতিষ্ঠাকালীন সদস্য অধ্যাপক ড. নাজমুন্নেসা মাহতাবকে অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নারীর ক্ষমতায়ন নিশ্চিত এবং নারী-পুরুষ বৈষম্য দূর করতে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বাংলাদেশের শ্রমবাজারে পুরুষদের তুলনায় নারীদের অংশগ্রহণের হার অনেক কম। শ্রমবাজারে প্রবেশের ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীদের অনেক বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে শ্রমবাজারে নারী-পুরুষ অংশগ্রহণের কাঠামোগত পরিবর্তন আনা দরকার।
এ উপলক্ষ্যে বিভাগ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে রয়েছে বিভাগীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, চিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক পরিবেশনা। সমাপনী পর্বে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।