আজ, ১০ মার্চ ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকরা যৌন সহিংসতা এবং নারীর প্রতি অব্যাহত নিপীড়নের বিরুদ্ধে এক প্রতিবাদী মানববন্ধন করেছেন। ধর্ষণবিরোধী এ মানববন্ধনে বিভাগের চেয়ারম্যান ড. সাবিহা ইয়াসমিন রোজী, অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য দেন। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।
ড. সাবিহা ইয়াসমিন রোজি বলেন, “আমাদের মনে রাখতে হবে ধর্ষণ কোনো ব্যক্তিগত ঘটনা নয়— এটি একটি সামাজিক ব্যাধি। সমাজে প্রচলিত বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ও ক্ষমতার অপব্যবহার এর জন্য দায়ী। এই দেশে এখনো নারী নিরাপদ নন; সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ভয় তাদের ঘিরে ধরে। নারীর পোশাক ও চলাফেরার স্বাধীনতা নিয়ে এখনো প্রশ্ন তোলা হয়। এসব সমস্যার সমাধান ছাড়া আমরা কখনোই একটি সুস্থ ও সমতার সমাজ আশা করতে পারি না।”
অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি হেনস্তাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “কেন আমাদের স্বজনের ওপর আঘাত এলেই আমরা সোচ্চার হই? কেন কেবল নিজের মা, বোন, স্ত্রী, কন্যার বাইরের নারীদের নিরাপত্তা নিয়ে ভাবতে আমরা ব্যর্থ হই? আজকের প্রশাসনের অনেকেই একসময় আমাদের মতোই শিক্ষার্থী ছিলেন, তারাও নারী অধিকার আন্দোলনে ভূমিকা রেখেছেন। তাদের কাছে আমাদের আবেদন— সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অন্যায়ের বিচার করুন এবং দ্রুত নারীর নিরাপত্তা নিশ্চিত করুন।”