HulkenStein presents, Zoology Premier League 2025
গত ০৭ আগষ্ট, ২০২৫ ZPL 2025 এর পর্দা উঠে। উক্ত আয়োজনে অংশগ্রহন করেছে, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর মোট ৬ টি ব্যাচ। উক্ত ৬ টি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়- গ্রুপ এ এবং গ্রুপ বি। প্রত্যেক গ্রুপ থেকে দুইটি দল পয়েন্টের ভিত্তিতে সেমিফাইনালের জন্য মনোনীত হয়।
1. Batch 65 (Falcon Flyers)
2. Batch 66 (Hunter Bee)
3. Batch 67 (Striking Sparrows)
4. Batch 68 (Lightning Lancers)
5. Batch 69 (Storm Strikers)
6. Batch 70 (The Zoodiacs)
আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছেন বিভাগের ৬৭ তম ব্যাচ (২০২১-২২ সেশন)। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করতে পার্টনার হিসেবে ছিল, HulkenStein (Title sponsor) , iM Group & Co LtD (Tech Sponsor), Sunquick (Refreshment sponsor)। এইবারই প্রথমবারের মত, ZPL ফুটবল অনলাইনে সম্পূর্ণ আপডেট প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
এবারের আসরের প্রত্যেকটি দলেই ছিল দুর্দান্ত কিছু খেলোয়াড়, প্রতিযোগিতায় কেউ কাউকে এক চুল ছাড় দেয় নি। টান টান উত্তেজনা বিরাজ করেছে প্রত্যেক ম্যাচে, জয় পরাজয়ের বাইরে গিয়েও নিজেদের মধ্যে দারুণ সমঝোতা লক্ষ্য করা গিয়েছে। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের জন্য মনোনীত হয়, Storm Strikers, Striking Sparrows, Lightning Lancers, Falcon Flyers। অসাধারণ কিছু জয়ের মাধ্যমে, টুর্নামেন্টে প্রথম ফাইনাল নিশ্চিত করে Storm Strikers, পরবর্তী ম্যাচে ট্রাই বেকারের মাধ্যমে Lightning Lancers নৈপুণ্যের মাধ্যমে ফাইনালে নিজেদের জায়গা করে নেয়।
একটি রোমাঞ্চকর ফাইনাল এর মাধ্যমে, Lightning Lancers পেনাল্টিতে Storm strikers এর সাথে ৫-৪ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। এর আগে বরাদ্দকৃত সময়ে উভয়দল একটি করে গোল করে।
এইবারের ZPL আসরে, বেশ কিছু পুরস্কার এর ব্যবস্থা করা হয়েছিল। তন্মধ্যে, টুর্নামেন্ট এর সেরা খেলোয়াড় হয়েছে মুন্না(৬৯ ব্যাচ), সেরা গোল কিপার (আজহার ৬৮ ব্যাচ), সেরা গোল স্কোরার (অনিমেষ ৬৮ ব্যাচ), সেরা দর্শক হয়েছে (সাদিয়া ৬৭ ব্যাচ)।
এইবারের আসরে সম্পূর্ণ আন্তর্জাতিক নিয়ম মেনে আয়োজক ব্যাচ ৬৭ উক্ত টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করেছে। বিভাগের শিক্ষকবৃন্দ মাঠে উপস্থিত থেকে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ প্রদান করে গিয়েছেন। এর পাশাপাশি টুর্নামেন্ট নিয়ে বিভাগের চেয়ারম্যান মহোদয় ছিলেন বেশ আন্তরিক। সবার সরব উপস্থিতিতে এবং সাফল্যের সাথে পর্দা নেমেছে ZPL 2025 আসরের।