আমাদের সমাজে এখনো অনেকেই বিশ্বাস করেন- নিজের যত্ন নেওয়া মানেই স্বার্থপরতা। এই ধারণা থেকে আমরা প্রায়ই অন্যের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে নিজের ক্লান্তি, বিশ্রাম ও মানসিক ভারসাম্যকে উপেক্ষা করি। ফলস্বরূপ জন্ম নেয় অপরাধবোধ, বিরক্তি ও মানসিক দূরত্ব, যা ধীরে ধীরে আমাদের ঠেলে দেয় ইমোশনাল বার্নআউট (Emotional Burnout) এর দিকে। কিন্তু বাস্তবে সেলফ-কেয়ার (Self Care) কোনো বিলাসিতা নয়; এটি মানসিক সুস্থতার ভিত্তি। সেলফ-কেয়ার (Self Care) মানে নিজের আবেগ, সীমা ও প্রয়োজনকে সম্মান করা, নিজেকে সচেতনভাবে যত্নে রাখা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। এই ওয়ার্কশপে মিনি-লেকচার (Mini-lecture), রিফ্লেকটিভ জার্নালিং (Reflective journaling), গ্রুপ আলোচনা (Group discussion) ও অনুশীলনের (Exercises) মাধ্যমে অংশগ্রহণকারীরা শিখবেন অপরাধবোধ ছাড়াই সীমা নির্ধারণ, আত্মভালোবাসা ও স্বার্থপরতার পার্থক্য, নিজের প্রয়োজন প্রকাশের আত্মবিশ্বাস, এবং “ওভারগিভিং” (Overgiving) প্রবণতা বোঝার পাশাপাশি ব্যক্তিগত “সেলফ কেয়ার কম্পাস” (Self-Care Compass) তৈরি করার কৌশল।
ওয়ার্কশপটিতে ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন-
সালমা পারভিন
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
এবং
পার্ট টাইম ফ্যাকাল্টি
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
এবং কো-ফ্যাসিলিটেটর হিসেবে থাকবেন-
মার্জিয়া আল-হাকিম
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
লেকচারার (সাইকোলজি) এবং স্টুডেন্ট সাপোর্ট হেড
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (UCBD)
স্থানঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, কলা ভবন, কক্ষ নং ৫০৪০
তারিখঃ ১৪ নভেম্বর ২০২৫ (শুক্রবার)
সময়ঃ সকাল ৯ টা - দুপুর ১ টা
লক্ষ্য শ্রোতাঃ প্রাপ্তবয়স্ক সাধারণ জনগোষ্ঠী ও যেকোনো পেশাজীবী