থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের তত্ত্বাবধানে স্নাতক চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টারের ৪০৩ নম্বর কোর্স ‘পারফরম্যান্স তত্ত্ব’-এর অধীনে TRADITIONAL JAPANESE PERFORMING ARTS: NOH AND KABUKI বিষয়ে আগামী বুধবার ৭ মে ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দুপুর ২টা হতে বিকেল ৪টা ৪৫ মিনিট কক্ষ নম্বর ৬০০৭-এ দু’টি সেশনে বিশেষ লেকচার ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হবে। লেকচার ডেমনস্ট্রেশন পরিচালনা করবেন Dr. Victor Nizhelskoy, Associate Professor, Russian Institute of Theatre Art – GITIS এবং Theatre Director, Actor, Researcher of Traditional Japanese Noh and Kabuki theater, instructor for body expression.