এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগ এবং বাংলাদেশ এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি সোস্যাইটি (বিইসিপিএস)’র উদ্যোগে আগামী ৩১শে জানুয়ারি ২০২৫ আর সি মজুমদার মিলনায়তনে বাংলাদেশে প্রথমবারের মতো সাইকোলজিক্যাল কেস কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে নির্বাচিত মনোবিজ্ঞানীগণ তাদের সবচেয়ে কার্যকরি একটি কেস উপস্থাপন করবেন। বিশেষজ্ঞ সুপারভাইজারদের নিয়ে গঠিত প্যানেল সকল উপস্থাপিত কেসের ওপর তাদের গঠনমূলক মতামত প্রদান করবেন। এই অনন্য উদ্যোগটি বাংলাদেশে মানসিক স্বাস্থ্যসেবা প্রদানকারী মনোবিজ্ঞানীগণের জ্ঞান, দক্ষতা বৃদ্ধি এবং সর্বোপরি পেশাগত উন্নয়নে কার্যকরি ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
উক্ত সাইকোলজিক্যাল কেস কনফারেন্স-এ প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে জীব বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনামুল হক, এবং বাংলাদেশ সাইকোলজিক্যাল স্টাডিজ জার্নালের এডিটর-ইন-চিফ অধ্যাপক হামিদা আকতার বেগম উপস্থিত থাকবেন।