.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট এবং সেন্টারের শিক্ষক প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং’ বিষয়ক এক সমন্বয় সভা আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে টাইম হায়ার এডুকেশন র্যাঙ্কিং সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম রেজাউল ইসলাম এবং ইমপ্যাক্ট র্যাঙ্কিং সাব কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ধারণাপত্র উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট বিশেষজ্ঞ ড. আলবার্ট জেমস আর্নল্ড জুনিয়রসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ এবং ফার্মেসী অনুষদভুক্ত ২০টি বিভাগ, ২টি ইনস্টিটিউট এবং ১৩টি সেন্টারের শিক্ষক প্রতিনিধি এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন। (ছবি: ঢাবি জনসংযোগ)
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়