ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার অন বাজেট এন্ড পলিসি’র উদ্যোগে ‘প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে নাগরিক সংগঠনের ভূমিকা ও সক্ষমতা’ শীর্ষক এক সেমিনার আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গবেষণার ফলাফল ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম। স্পেস ফাউন্ডেশন ফর পিস এন্ড কেয়ারের পরিচালক মোশফেক আরা শিমুল, সিএসআইডি’র নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য ইলিরা দেওয়ান এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার লায়লা জেসমিন বানু আলোচনায় অংশ নেন। স্বাগত বক্তব্য দেন ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য শিক্ষক, গবেষক ও নাগরিক সংগঠনসমূহের প্রতি আহবান জানান। গবেষণার ফলাফল ব্যবহারিক জীবনে কাজে লাগানোর উপরও তিনি গুরুত্বারোপ করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়