ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিইউমুনা)-এর নবীন বরণ আজ ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি নওশীন ফাতমির সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশে ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক আন্ত:সম্পর্ক উন্নয়নের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ডিইউমুনা এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারে। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকান্ডে নিয়মিত অংশগ্রহণ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়