ভূগোল ও পরিবেশ বিভাগের পিএইচ.ডি. গবেষক মোঃ বাহউদ্দিন সিকদার (রেজি: ১১৪/২০২০-২০২১)-এর ১ম সেমিনার ০৭/১১/২০২৪ তারিখ (বৃহস্পতিবার) বেলা ১১.৩০ টায় বিভাগীয় সভা কক্ষে (অধ্যাপক এম. আমিনুল ইসলাম রিসোর্স রুম, ২২৩ নং কক্ষ) অনুষ্ঠিত হয়।
তাঁর পিএইচ.ডি.-এর গবেষণার শিরোনাম হচ্ছে “Investigating the Relationship between Climate Change and Involuntary Population Displacement in the South Central Coastal Region of Bangladesh” এবং সুপারভাইজর অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
উক্ত সেমিনারে বিভাগীয় একাডেমিক কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া পিএইচডি, এমফিল ও স্নাতকোত্তর পর্য ায়ের গবেষকগণ উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন।