আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে আজ ১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ‘মানবাধিকার রক্ষায় যুবসমাজকে ক্ষমতায়ন’ শীর্ষক এক ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ এবং বেসরকারী সংস্থা ‘আমরা নারী’ যৌথভাবে এই সেশন আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন সিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভাগের প্রভাষক তনিমা ম্যাগডেলিনা কোড়াইয়া এবং ইসলামিক স্কলার সৈয়দ জুলফিকার জহুর। বাংলাদেশ পুলিশের ডিআইজি কাজী জিয়া উদ্দিন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আমরা নারীর প্রতিষ্ঠাতা এম এম জাহিদুর রহমান বিপ্লব অনুষ্ঠান সঞ্চালন করেন।
মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সমাজে ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষার্থী ও যুব সমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০/১২/২০২৪
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়