ইন্ডাস্ট্রি-একাডেমিয়া যৌথ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদ এবং হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড-এর মধ্যে গতকাল ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ফার্মেসী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সেলিম রেজা এবং হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. হালিমুজ্জামান নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ফার্মেসী অনুষদের ডিনের কার্যালয়ে আয়োজিত এই সমঝোতা স্মারক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাকির আহমেদ চৌধুরী, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শায়লা কবীর, ওষুধ প্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম এবং ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রশীদ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসী অনুষদ এবং হেলথকেয়ার কেমিক্যালস লিমিটেড যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং উদ্ভাবন ও প্রযুক্তি বিষয়ে তথ্য-উপাত্ত বিনিময় করবে।

২৪/১২/২০২৫
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়