যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক দাতাসংস্থা ইউএসএআইডি এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস (আইএফইএস)-এর সহযোগিতায় ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের ফ্রেমওয়ার্ক এবং আইডিয়েশন’ শীর্ষক দু’দিনব্যাপী এক কর্মশালা আজ ১২ জানুয়ারি ২০২৫ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা কর্মশালা পরিদর্শন করেন।
‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’-এর পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালাটি পরিচালিত হচ্ছে। ডেনমার্কভিত্তিক সংগঠন ভলান্টাস এর সিওও নিকলাস কাবেল প্যাডারসন এটি পরিচালনা করছেন। ইউএসএআইডি’র গণতন্ত্র, মানবাধিকার এবং শাসন বিষয়ক অফিসের উপ-পরিচালক ড. ব্লেয়ার কিং এবং আইএফইএস-এর কান্ট্রি ডিরেক্টর ড. টানিয়েল বি টাইসি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার গবেষক, মানবাধিকার ও উন্নয়ন কর্মী কর্মশালায় অংশগ্রহণ করছেন।
উল্লেখ্য, গণতন্ত্র চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং মৌলিক গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি ‘অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব’ (Applied Democracy Lab) প্রতিষ্ঠা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গত ০৭ জানুুয়ারি ২০২৫ মঙ্গলবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্বোধন করেন।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়