শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ নতুন বাংলাদেশ বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বেসরকারি সংস্থা বিড ফাউন্ডেশন (ইওওউ ঋড়ঁহফধঃরড়হ) যৌথ সহযোগিতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে। আজ ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার উপাচার্য লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর এক বৈঠকে এব্যাপারে আলোচনা করা হয়।
বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, আরবরি কালচার সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এবং বিড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদ উদ্দিন আকবরসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে শিগগিরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘তারুণ্যের উৎসব’ এবং ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড’ আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কিল কম্পিটিশন, আর্থিক অনুদান, বৃত্তি প্রদান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, যুব উদ্যোক্তা সমাবেশ, জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে চিত্র প্রদর্শনী, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, স্বাস্থ্য সেবা ক্যাম্পেইনসহ বিভিন্ন আয়োজন থাকবে এই উৎসবে। এছাড়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিড ফাউন্ডেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান গ্রীন ক্যাম্পাস, ক্লিন ক্যাম্পাস কর্মসূচিতে সার্বিক সহায়তা প্রদান করবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিড ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে ক্রীড়া সরঞ্জাম প্রদান, ক্যাম্পাসে পরিবেশ সহায়ক ডাস্টবিন স্থাপন, ভ্রাম্যমাণ গণশৌচাগার স্থাপন, জনসচেতনতামূলক সেমিনার এবং কর্মশালাসহ বিভিন্ন কর্মসূচি আয়োজনের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়।
(মোহাম্মদ রফিকুল ইসলাম )
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়