জুলাই অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সন্ধ্যায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘দ্যা হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি’ শীর্ষক এক অনুষ্ঠানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহবায়ক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গীতি আরা নাসরীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ, আহত শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশে প্রবেশ করেছি। অভ্যুত্থানে আত্মত্যাগকারীদের স্মরণে রেখে এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
(মোহাম্মদ রফিকুল ইসলাম)
পরিচালক (ভারপ্রাপ্ত)
জনসংযোগ দফতর
ঢাকা বিশ্ববিদ্যালয়